মা হওয়া নিয়ে অতিরিক্ত আবেগ নেই রাধিকার

মা হওয়া নিয়ে অতিরিক্ত আবেগ নেই রাধিকার
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি মা হওয়া নিয়ে তার অতিরিক্ত আবেগ না থাকার কথা জানিয়েছেন। তিনি জীবনটাকে স্বাভাবিকভাবে উপভোগ করতে চান। সম্প্রতি, সামাজিক মাধ্যমে এক ছবি শেয়ার করে রাধিকা তার ভালোবাসা প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাধিকার স্বামী বেনেডিক্ট টেলরের জন্মদিন উপলক্ষে রাধিকা একটি ছবি শেয়ার করেন, যেখানে তার মেয়ে একটি মুঠো পাকিয়ে রেখেছে এবং বেনেডিক্ট সেই মুঠোতে তার হাত রাখছেন। ছবির ক্যাপশনে রাধিকা লিখেছেন, "বড় হাতের মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা, আমরা তোমাকে খুব ভালোবাসি।" রাধিকা এবং বেনেডিক্ট ২০১২-১৩ সালের দিকে বিয়ে করেন, এবং প্রায় ১২ বছর পর, ২০২৪ সালে রাধিকা মা হয়েছেন।